আবির হোসেন সজল : লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা, ঔষধ সামগ্রী ও পথ্য পরিচালনায় সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় লালমনিরহাট সদর হাসপাতাল সড়কে সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের সামনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাসপাতালে চিকিৎসার মানোন্নয়ন, সঠিকভাবে ঔষুধ সরবরাহ, খাদ্যের মানোন্নয়ন ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আব্দুস সালাম। তিনি বলেন, আমাদের লালমনিরহাট বাসীর একমাত্র ভরসার স্থান এ সদর হাসপাতাল। কিন্তু এখানে বুকের ব্যথা বা যে কোনো সমস্যা নিয়ে রোগীরা গেলে দায়িত্বে থাকা চিকিৎসকরা ঠিক মত সেবা না দিয়ে রেফার্ড করে দিচ্ছেন। এতে করে আমাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। আমরা বাঁচার আশায় হাসপাতালে ছুটে যাই, কিন্তু সেখানে প্রথমে স্টাফদের অসৎ আচরণের শিকার হচ্ছি। এরপর চিকিৎসাও ঠিক মত পাচ্ছি না। আমাদের দাবি অন্তর্র্বতীকালীন সরকার হাসপাতালটির ওপর সুদৃষ্টি দিয়ে সব সমস্যার সমাধান করবেন। আমরা এই দাবিতে আজ সড়কে নেমে মানববন্ধন করছি।
এ মানববন্ধনে লালমনিরহাট জেলা সদরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়। তারা অবিলম্বে হাসপাতালের সকল অনিয়ম, দুর্নীতি রোধ করে সেবার মান নিশ্চিতের দাবী জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।