আবির হোসেন সজল : আজ ২৬ ফেব্রুয়ারি, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে অবস্থিত বাংলাদেশ এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের (BAAU) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন বিশিষ্ট ব্যক্তিত্ব হাসান মাহমুদ খান।
তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার প্রমাণ রেখে ভবিষ্যতে আরও উন্নতি করবে।
এ সময় তিনি আরও জানান, খুব শিগগিরই লালমনিরহাট থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু করবে বলে জানিয়েছেন এয়ার চিফ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিমান বাহিনীর সহায়তায় গত ২৫ ফেব্রুয়ারি সফলভাবে তিনটি ড্রোন উৎক্ষেপণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিমান বাহিনীর কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।