জুমবাংলা ডেস্ক : রাজধানীর কুর্মিটোলায় পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বেলা আড়াইটার দিকে ১৩ তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। এতে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার ফাইটাররা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে কাজ করে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
আগুন লাগার কারণের বিষয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, নিচতলার ময়লা রাখার জায়গায় আগুন লেগেছে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যাবে।
লা মেরিডিয়ানে ৩০৪টি গেস্টরুম ও সুইট ছাড়াও রয়েছে ছয়টি রেস্তোরাঁ, দুটি ব্যাংকুয়েট হল ও ছয়টি মিটিং রুম। বেস্ট হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন এই হোটেলটি পরিচালনায় রয়েছে আন্তর্জাতিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।