জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
শুক্রবার (২ মে) দুপুরে ভুক্তভোগীরা উপজেলার মহিষমার বাজারে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ করেন।
এতে বক্তব্য রাখেন স্থানীয় ইয়াসিন আলী, মো. মকুল হোসেন, মো. খাইরুল ইসলাম শান্ত, মো. মাওলানা, আজিজ, মো. সাইফুল ইসলামসহ ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাছি, পোকামাকড়, দুর্গন্ধ, পরিবেশ নষ্ট, কৃষিজমি অকেজো হয়ে পড়া, গাছপালা নিধন, জলাধার ভরাটসহ নানাবিধ পরিবেশগত ক্ষতির শিকার হচ্ছি আমরা। দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশকে ধ্বংস করে এমন কার্যক্রম চালাচ্ছে কর্তৃপক্ষ। বার বার স্থানীয় লোকজন অভিযোগ করলেও কোনো প্রকার কর্ণপাত করছে না। এতে চরম দুর্যোগের শিকার হতে হচ্ছে স্থানীয়দের।
দ্রুত এসব অনিয়ম বন্ধ করে পরিবেশ রক্ষার দাবিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।