রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আল্লাহর রহমত থাকলে এই এলাকায় বসবাসরত মানুষের দীর্ঘদিনের কষ্ট ধীরে ধীরে লাঘব করা হবে। তিনি জানান, কড়াইল বস্তিতে উঁচু ও আধুনিক ভবন নির্মাণ করে নিবন্ধনের মাধ্যমে প্রত্যেক বাসিন্দার নামে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য খেলার মাঠসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা গড়ে তোলার কথাও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কড়াইল বস্তির সন্নিকটে মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মাঠে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। আসন্ন নির্বাচনের আগে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইলবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
দোয়া মাহফিলের বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে হলেও নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের জীবনমান উন্নত করা। মানুষের দৈনন্দিন কষ্ট কীভাবে কমানো যায়, সেটাই বিএনপির রাজনীতির লক্ষ্য ও অঙ্গীকার।
তিনি আরও বলেন, দেশের লাখো মা-বোন আজ নানা সংকটে রয়েছেন। আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণের দোয়া থাকে, তাহলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা আর্থিক ও সামাজিকভাবে উপকৃত হন। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
কড়াইল বস্তির প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখানকার বাসিন্দাদের সন্তানদের ভবিষ্যৎ যেন শহরের বহুতল ভবনে বসবাসকারী শিশুদের মতোই হয়—এটাই বিএনপির লক্ষ্য। তিনি জানান, কড়াইলের শিশুদের জন্য শিক্ষা, খেলাধুলা, বিদেশি ভাষা শিক্ষা ও চিকিৎসাসেবার সমান সুযোগ নিশ্চিত করতে চান তারা। আল্লাহর রহমত ও জনগণের সমর্থন পেলে এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে কড়াইলে বসবাসরত মানুষদের জন্য নিবন্ধনের মাধ্যমে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে, যাতে রাজধানীতে তাদের মাথা গোঁজার নিরাপদ ঠিকানা থাকে। এছাড়া বস্তির শিশুদের জন্য দুটি স্কুল ও খেলার মাঠ নির্মাণের কথাও বলেন তিনি।
নিজের শৈশব-কৈশোর এই এলাকায় কাটানোর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে আইনশৃঙ্খলা, রাস্তা, শিক্ষা ও সেবা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান সম্ভব। কেউ যদি বস্তিবাসীদের ওপর জুলুম বা জোরপূর্বক বিদ্যুৎ, পানি কিংবা গ্যাসের বিল আদায় করে থাকে, বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে এসব অনিয়ম বন্ধ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
দোয়া মাহফিলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, আমিনুল হকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা
একই দিন রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী মাঠে অনুষ্ঠিত আরেক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সময়ের সঙ্গে বহু খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট তৈরি হয়েছে।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজধানীসহ সারা দেশে সবুজায়ন বাড়াতে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মহলের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে আগ্রহ বাড়ছে। সৌহার্দ্যপূর্ণ এসব বৈঠকে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের নির্দিষ্ট কোনো বিষয় আলোচনায় না এলেও রাষ্ট্রদূতরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ সময় বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহাদী আমিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হকসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


