সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। এরই অংশ হিসেবে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে ‘শ্রমজীবি মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিভিন্ন শ্রমিক সংগঠন। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এ বি এম শামছুন্নবী তুলিপ, শ্রমিক ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট আউলাদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি, সেইফটি কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয়ে আলোকপাত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।