বিনোদন ডেস্ক : ২ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলারে লুকিয়ে আছে নানা রহস্য। জাগতিক এবং অলৌকিক ব্যাপারের সঙ্গে যোগ হয়েছে এলিয়েন বিষয়টিও। আর এসব জাগতিক ও অলৌকিক জটিলতার নতুন সমীকরণ খোঁজার চেষ্টা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। তাই তিনি বলেছেন, ‘হাতের মোবাইলের গ্যারান্টি আছে কিন্তু আপনার জীবনের কোনও গ্যারান্টি নেই।’ আর এটি প্রমাণের জন্য তিনি চিত্রনাট্যে তুলে এনেছেন পতিতালয় থেকে সৌরজগতের এলিয়ন রহস্য।
এমনই রহস্যভরা গল্প থাকছে ভিকির এবারের ওয়েব সিরিজে। নাম ‘আমি কী তুমি?’। গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে আসে এর ট্রেলার। যা নিয়ে ইতিমধ্যেই চলছে তুমুল আলোচনা। দর্শক অপেক্ষা এখন পুরো সিরিজটি দেখার। কারণ নির্মাতা ভিকির গল্পের চমক আগেই দর্শক দেখেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’-এ।
‘আমি কী তুমি?’ প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজ বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোমান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি-বিজ্ঞান অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।’
জানা গেছে, ৭ পর্বের ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজটি মুক্তি পাচ্ছে ২৭ জুলাই। এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। সিরিজে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আর এই চরিত্রটি নিয়েই রহস্যের জটলা পাকিয়েছেন নির্মাতা। এতে আরও আছেন শ্যামল মাওলা, জুনায়েদ বোগদাদী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টুসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।