জুমবাংলা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তরা স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানের জমিতে লাগানো প্রায় এক হাজার মরিচগাছ উপড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নামুইট গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন আলী জানান, শুক্রবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগে পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান একজন সফল চাষি। তিনি প্রায় চার মাস আগে নামুইট গ্রামে সাড়ে ১৬ শতক জমিতে ২ হাজার ৩০০টি মরিচের চারা রোপণ করেন। ইতোমধ্যে গাছে প্রচুর মরিচ ধরতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে।
আবদুল মান্নান জানান, প্রতি বছর তিনি মরিচসহ বিভিন্ন ফসল চাষাবাদ করেন। এবারো মরিচের চারা রোপণ করেন। কয়েক মাসের ব্যবধানে গাছে প্রচুর মরিচ ধরেছে। গ্রামে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছে। তার ধারণা বৃহস্পতিবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষরা তার অন্তত এক হাজার মরিচের গাছ উপড়ে ফেলেছে। এতে তার অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিরুল ইসলাম বলেন, মরিচের সংকটকালে গাছ উপড়ে ফেলা খুবই দুঃখজনক ও অপরাধ। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, এটা অমানবিক। পূর্ব কোনো শত্রুতার জেরে মরিচগাছ উপড়ে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মরিচ চাষিকে কৃষি বিভাগ থেকে প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।