দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় পুকুরে ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ

সাঈদ আল হোসাইন

জুমবাংলা ডেস্ক : ফেনী শহরের শান্তি কোম্পানি জামে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় সাঈদ আল হোসাইন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার (৩ জুন) দুপুর থেকেই নিখোঁজ ছিল সাঈদ।

সাঈদ আল হোসাইন

খোঁজ নিয়ে জানা যায়, নিহত সাঈদ আল হোসাইন শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী। সাঈদ সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকার আফতাব ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোজাম্মেল হোসাইন শাহীন ও সুলতানা বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার দুপুরে শহরের শান্তি কোম্পানি জামে মসজিদের পুকুরে সাঈদ তার সহপাঠীদের সঙ্গে গোছল করছিলো। একপর্যায়ে সাঈদ তার সহপাঠীদের অগোচরে পানিতে ডুবে গেলেও তার সহপাঠীরাও টের পায়নি। সাঈদকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার সহপাঠীরা চলে যায়। সোমবার সন্ধ্যার পর খোঁজখুজির একপর্যায়ে পুকুর সংলগ্ন গ্যারেজে সাঈদের ব্যাগ ও জুতা দেখে সন্দেহ হলে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায় সে পানিতে নামছে।

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন

পরবর্তীতে সাঈদকে স্থানীয় লোকজন পুকুরে খুঁজতে থাকে। সোমবার আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুকুর থেকে সাঈদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহত সাঈদের স্বজনেরা এসে তার মরদেহ শনাক্ত করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।