জুমবাংলা ডেস্ক : নোয়াখালী সদর উপজেলায় ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের লোকজনের পাশাপাশি এ কাজে অংশ নেন সড়ক ও জনপথ (সওজ), সেনাবাহিনী, বিআরটি ও থানা–পুলিশের সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন জানান, সওজের সম্পত্তি ও ফুটপাত দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিল প্রভাবশালী মহল।
অনেক প্রভাবশালী এসব দোকান ভাড়া দিয়ে মোটা অঙ্কের ভাড়া আদায় করছিল। এর কারণে সোনাপুর জিরো পয়েন্টে প্রতিনিয়ত যানজট লেগে থাকত। এবারের ঈদযাত্রায় সড়ক যানজটমুক্ত রাখতে এবং মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের নির্দেশে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে চালানো এ অভিযানে মহাসড়কের দুই পাশের দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সোনাপুর রাস্তার পাশের ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া সড়ক থেকে ৯টি বাস কাউন্টার সরানো হয়। দুজন মোটরসাইকেল আরোহীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
৪০ জন ‘সার্ভিস এক্সপার্ট’ নিয়োগ দেবে ওয়ালটন, এসএসসি পাসেই আবেদন
অভিযানে বিআরটিএ নোয়াখালীর মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী দীপন চাকমাসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।