ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তারা ময়মনসিংহ-৯ আসনের বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরীর হাতে ধানের শীষের তোড়া তুলে দিয়ে দলটিতে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা দেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান নির্বাচনী লড়াইয়ে দলকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষ জয়ী হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির নতুন পথে এগিয়ে যাবে। নান্দাইলে ধানের শীষ এখন দল-মত নির্বিশেষে সকল মানুষের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে।
নির্বাচন আর খুব দূরে নয় উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কারও নির্দেশের অপেক্ষায় না থেকে এখনই মাঠে নেমে পড়তে হবে। ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


