জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীর গতি পথ ঠিক রাখতে ও দখলমুক্ত করতে নদী-খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
শনিবার সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি ও টেকপাড়া গ্রাম সংলগ্ন কাজলী নদীতে কচুরিপানা অপসারণের কাজ শুরু করা হয়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ এই কাজে সহযোগিতা করেন।
কচুরিপানা অপসারণ কাজের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার। এসময় তিনি এলাকার মানুষের উদ্দেশে বলেন, আমরা যেন আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে পারি। কচুরিপানা অপসারণ করতে পারলে আমরা পরিচ্ছন্ন নদী পাব, পরিচ্ছন্ন খাল পাব। কাজলী নদীর পাশ ঘিরে বসবাসকারী মানুষদের কচুরিপানা অপসারণের এ কাজে তিনি সহযোগিতার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।