আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কিছু জায়গা রয়েছে, যেগুলোর রহস্য এখনো অজানা। এই স্থানগুলোতে রয়েছে প্রাচীন সভ্যতার অমীমাংসিত প্রশ্ন, আধুনিক যুগের ষড়যন্ত্র তত্ত্ব এবং বিজ্ঞানীদের ধাঁধায় ফেলে দেওয়া নিদর্শন। ইস্টার দ্বীপ, নাজকা মরুভূমি এবং নেভাদার অ্যারিয়া ৫১—এই জায়গাগুলোর রহস্য আজও আমাদের কৌতূহল জাগিয়ে রাখে।
ইস্টার দ্বীপ: এক রহস্যময় সভ্যতা ইস্টার দ্বীপ বা রাপা নুই, যা চিলির মূল ভূখণ্ড থেকে প্রায় ১,২৮৯ মাইল দূরে অবস্থিত, এক সময় উন্নত পলিনেশিয়ান সভ্যতার আবাসস্থল ছিল। এখানকার ৮৮৭টি মোয়াই মূর্তি রহস্যময় হয়ে রয়েছে। এ মূর্তিগুলো দ্বীপবাসীদের রক্ষা করেছিল, তবে সভ্যতার পতন কেন ঘটেছিল, তা এখনো অজানা। জনসংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে বন উজাড় ও খাদ্যসংকটকে দায়ী করা হয়।
নাজকা মরুভূমি: রহস্যময় চিত্রকর্ম পেরুর দক্ষিণাঞ্চলে অবস্থিত নাজকা মরুভূমি, যেখানে বিশাল আকৃতির ভূমিচিত্রগুলো বা ‘নাজকা লাইনস’ খোদাই করা হয়েছে। এগুলো প্রাচীন নাজকা সভ্যতার সৃষ্টি এবং আজও বিজ্ঞানীদের অবাক করে। ১৯৯৪ সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এই রেখাচিত্রগুলো কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল, তা নিয়ে কয়েকটি তত্ত্ব রয়েছে।
অ্যারিয়া ৫১: এক সামরিক রহস্য নেভাদার মরুভূমিতে অবস্থিত অ্যারিয়া ৫১, এক গোপন সামরিক ঘাঁটি। এখানে নানা গুজব, যেমন ভিনগ্রহবাসীদের গবেষণা এবং গোপন পরীক্ষা-নিরীক্ষা চলত, প্রচলিত রয়েছে। যদিও সরকারি নথিতে এটির জন্য কেবল সামরিক গবেষণাই উল্লেখ রয়েছে, তবে এর রহস্যময় চরিত্রটি এক সাংস্কৃতিক ও বিজ্ঞান কল্পকাহিনির প্রতীক হয়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।