নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান ছাড়াও উপজেলা মৎস্য অফিসার সাদিয়া রহমান বক্তব্য রাখেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চাইজ দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।