নাটোরের নলডাঙ্গায় মাদরাসার নামে সাহায্য তুলতে গিয়ে তিনজনকে মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম ও মামুন হোসেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার নামে রশিদ বই দেখিয়ে দোকান ও বাড়ি-বাড়ি গিয়ে ২০-৩০ টাকা করে অর্থ সংগ্রহ করছিলেন ওই তিন ব্যক্তি। পরে স্থানীয়রা তাদের কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দুপুরে বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকজন ব্যক্তি তাদের চাঁদা তোলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তাদের ‘ভুয়া’ সন্দেহে আটক করে মারধর করা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। এসময় তাদের কাছে থাকা প্রায় পাঁচ হাজার টাকা ও একটি হাতঘড়িও নিয়ে নেওয়া হয়।
দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে ৭১ হাজার পুলিশ সদস্য মোতায়েন: পুলিশ সদরদপ্তর
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।