জুমবাংলা ডেস্ক : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছন থেকে দেওয়ানবাগ শরীফের উটের খামার সরিয়ে নেয়া হচ্ছে। দীর্ঘদিন এখানে উট পালন করলেও বর্তমানে এই খামার সরিয়ে নেয়ার চিন্তা করছে মালিকপক্ষ। ময়মনসিংহের ত্রিশাল বা নারায়ণগঞ্জের মদনপুরে খামারটি স্থানান্তর হতে পারে।
মসজিদের কাজ সম্প্রসারণ ও এলাকার পরিবেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান খামারটির ম্যানেজার মোহাম্মদ ফারুক।
করোনা মহামারির আগে এই খামারে ২৬টি উট ছিল। এখন আছে ১৪টি। আগে নিয়মিত বাচ্চা এবং দুধ পাওয়া যেতো। প্রতিদিন প্রায় ৩০ লিটার দুধ ৪শ টাকা দরে বিক্রি করা হয়েছে। উটের দুধে নানা পুষ্টিগুণ থাকায় দিন দিন এর চাহিদা বাড়তে থাকে। এছাড়া উটের মাংস আড়াই হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। কিন্তু এখন উট থেকে বাচ্চা পাওয়া যাচ্ছে না, তাই দুধের চাহিদাও পূরণ সম্ভব হচ্ছে না।
এক সময় ঢাকার গাবতলী কোরবানির হাটে এই খামার থেকে উট বিক্রি করা হতো। করোনা আসার পর থেকে সেটিও এখন বন্ধ করা হয়েছে। গরুর চেয়ে উটের দাম অনেক বেশি। একটি উটের দাম বর্তমানে ২০ লাখ টাকার বেশি বললেও বিক্রি করা হচ্ছে না। সূত্র: চ্যানেল ২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।