জুমবাংলা ডেস্ক : আর্তমানবতার সেবায় প্রতীকিমূল্য মাত্র পাঁচ টাকায় দরিদ্র্য শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিশারী’। শুক্রবার (২৯ এপ্রিল) নগরীর শেরে বাংলা রোডস্থ সোয়াত স্কুলে দুই শতাধিক শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করবে সংগঠনটি। অ
নলাইন প্লাটফরম ‘খুলনা বিজনেস সোসাইটি’র সেলার ও হৃদয়বান ব্যক্তিদের দানের অর্থে এ মহতি উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দিশারী’র কর্ণধর সোহাগ সরকার।
তিনি বলেন, প্রতি বছর দরিদ্র্য পরিবারের শিশুদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদবস্ত্র বিতরণ করি। তবে এবারের বিষয়বস্তু একটু ব্যতিক্রম। কোন শিশু বা অভিভাবক যেনো হীনমন্যতায় না ভোগেন- সে জন্য প্রতীকিমূল্য মাত্র পাঁচ টাকায় ঈদের নতুন পোশাক তুলে দিচ্ছি তাদের হাতে। এতে তাদের মনের মধ্যে পোশাকটি কিনে নিয়েছে বলে একটা দৃঢ়তা কাজ করবে; আবার আমরাও পোশাকটি তাদের হাতে তুলে দিতে পেরে তাদের হাসিমুখ দেখতে পাবো।
দিশারী সংগঠনে আর্থিক সহায়তা করায় দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel