Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এনআইডির আবেদনে ভুল করলে দেশে আসতে হবে প্রবাসীদের
    জাতীয়

    এনআইডির আবেদনে ভুল করলে দেশে আসতে হবে প্রবাসীদের

    Shamim RezaJune 24, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : চলতি বছর মে মাসে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কেউ আবেদনে ভুল করলে তা আর সংশোধনের সুযোগ থাকছে না।

    এনআইডি আবেদন

    ফলে ফের আবেদন করে এনআইডি নিতে চাইলে দেশে ফিরে আবেদন করতে হবে।

    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে ইতিবাচক সাড়া পেলে অন্যান্য দেশেও এ কার্যক্রম প্রসারিত করা হবে। গত ১৮ মে ইসির টিম দেশটিতে গিয়ে প্রশিক্ষণসহ নানা কারিগরি দিক শেষ করেছেন। দূতাবাস এ লক্ষ্যে লোকবল নিয়োগ করে কার্যক্রম পরিচালনা করছে। এতে আবুধাবি এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের দুটি টিম কাজ করছে। এ পর্যন্ত ৭০০ জনের মতো নাগরিক তাদের ছবি তুলে, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে নিবন্ধন করেছেন।

    এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর বাংলানিউজকে বলেন, আরব আমিরাতে যারা তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করছেন, তাদের আবেদন যাচাইয়ের জন্য একটি কিমিটি কাজ করবে। সেই কমিটির যাচাইয়ের টিকলেই কেবল এনআইডি পাবে। এক্ষেত্রে কারও আবেদনে কোনো কারণে ভুল হলে বা পর্যাপ্ত তথ্য দিতে না পারলে তাকে দেশে এসে স্বশরীরে ফের আবেদন করতে হবে। কেননা, এনআইডি পেতে করা আবেদনের ভুল সংশোধনের কোনো সুযোগ নেই।

    তিনি বলেন, আমিরাতে সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছে। আমরা ৪০টি দেশে এ কার্যক্রম শুরু করার কথা ভাবছি। তবে ধারাবাহিকভাবে কার্যক্রমটি শুরু করা হবে। এক্ষেত্রে প্রাধান্য পাবে প্রবাসীদের আধিক্য অনুযায়ী।

    পুরো কার্যক্রমের বিষয়টির ব্যাখ্যা করে সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন বলেন, প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর দূতাবাসের নির্দিষ্ট ডেস্কে এসে ছবি তুলে, ফিঙ্গার ম্যাচসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তখন এটি আবেদনকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদনটি চলে যাবে। তিনি আবেদনকারী দেওয়ার তথ্যাবলী তদন্ত করে প্রতিবেদন দেবেন। এক্ষেত্রে সত্যতা পেলে তার আবেদনটি অনুমোদন হয়ে যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে মেসেজ চলে যাবে। মেসেজ পাওয়া লিংকে ক্লিক করেই তিনি বিদেশে বসেই নিজের এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর স্মার্টকার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠিয়ে দেওয়া হবে।

    প্রথমবার কোনো ফি নাগরিকদের না দিতে হলেও দূতাবাসকে এনআইডি প্রতি ৫০ দিরহাম সার্ভিস চার্জ দিতে হবে। আবেদনকারীর নাম হতে হবে জন্ম নিবন্ধন অথবা শিক্ষা সনদ অনুযায়ী। এছাড়া প্রবাসী বলতে বৈধভাবে বসবাসরত বাংলাদেশী নাগরিকরাই কেবল এই সেবা পাবেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালে এ উদ্যোগটি হাতে নেয়। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর ইউএই প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আবর, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্যও এ সুযোগ চালু করা হয়।

    সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারির কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা।

    বিশ্বে বেশিরভাগ মানুষ যে স্বপ্ন দেখেন

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইনে কার্যক্রম শুরু হওয়া ছয়টি দেশ থেকে ভোটার হয়ে এনআইডি পেতে গত মার্চ পর্যন্ত আবেদন করেছেন পাঁচ হাজার ১৩৮ জন। এদের মধ্যে চার হাজার ৬১০ জনের আবেদন সে সময় পর্যন্ত তদন্তই করেনি ইসি। তদন্ত সম্পন্ন হয়েছে মাত্র ৪৭৫ জনের, এর মধ্যেও আবার নানা কারণ দেখিয়ে ২০৩ জন প্রবাসীর আবেদন বাতিল করা হয়েছে। সেই কার্যক্রম আর হালে পানি পায়নি। বিদেশে এনআইডি কার্যক্রমের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছিল ইসি। চলতি বছর এর মধ্যে ৪০ কোটি টাকা রাখা হয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় আবেদনে আসতে এনআইডি আবেদন এনআইডির করলে দেশে প্রবাসীদের ভুল হবে
    Related Posts
    পদোন্নতি পেলেন ৭০০

    পদোন্নতি পেলেন ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা সেই মালেকা বানু

    July 9, 2025
    সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ

    July 9, 2025
    হাউজিং লোন

    হাউজিং লোন ও ক্রেডিট কার্ডে ঋণের সীমা বাড়ছে

    July 9, 2025
    সর্বশেষ খবর
    Xiaomi Redmi Buds 4 Pro

    Xiaomi Redmi Buds 4 Pro বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    Amazon Fire Max 11 Tablet

    Amazon Fire Max 11 Tablet বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    পদোন্নতি পেলেন ৭০০

    পদোন্নতি পেলেন ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা সেই মালেকা বানু

    এসএসসির ফল

    চলতি বছরে নতুন পদ্ধতিতে এসএসসির ফল জানবেন যেভাবে

    প্রফি

    প্রবাসীদের টাকা পাঠানোর প্রক্রিয়াকে সহজ-দ্রুত-নিরাপদ করতে এসেছে ‘প্রফি’

    সৌদি লিগ

    অবশেষে সৌদি প্রো লিগে দেখা মিলবে মেসি-রোনালদো দ্বৈরথ!

    বিটিএস তারকা ভি

    সেলেনা গোমেজ-বিলি আইলিশকে পেছনে ফেলে ইনস্টাগ্রামে শীর্ষে বিটিএস তারকা ভি

    নার্গিস

    ফিটনেস ধরে রাখতে টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস

    ১৫ গ্রাম প্লাবিত

    টানা বর্ষণে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ১৫ গ্রাম প্লাবিত

    শাওমি

    শাওমি ফোন ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাজনিত সতর্কতা জারি

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.