জুমবাংলা ডেস্ক : পিরোজপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় দুই পথচারী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে মো. রিয়াদ কাজী (২০) ও ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের মো. আনোয়ার মাঝির ছেলে মো. শাহিন মাঝি (৩০)। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি পিরোজপুর থেকে পাথরঘাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় রিয়াদ ও শাহিন নামে দুই পথচারী এবং বাসের এক যাত্রী মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, ‘নিহতদের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।