নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

৩ নেতাকর্মী গ্রেপ্তার

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে গত ১১ দিনে ৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩ নেতাকর্মী গ্রেপ্তার

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে বুধবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বেগমগঞ্জ থানা থেকে দুইজন ও হাতিয়া থানা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।

গত ২৪ ঘন্টায় গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ছাত্রলীগের সক্রিয় কর্মী বাবুল মিয়ার ছেলে মো. ইমরান হোসেন (২৭), হক সাবের ছেলে মো. তৌহিদ (২৫) ও হাতিয়ার তমরদ্দি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রিফাত উদ্দিন (২৪)।

এর আগের দিনের গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম মডেল থানার দাদপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য রাসেল মিয়াজি (৩২), আওয়ামূ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি একেএম রিয়াজ উদ্দিন (৪৫), বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বেলায়েত হোসেন রাজু (৫০), কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. কামাল উদ্দিন (৫০) ও চাটখিল থানার ঘাটলাবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুক মান্নান লিটিন (৪৭)।

‘সেলস ম্যানেজার’ নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ, লাগবে স্নাতক পাস

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ১১ দিনে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।