ডিজিটাল যুগে স্মার্টওয়াচ এখন সময় দেখার গণ্ডি ছাড়িয়ে এক বহুমুখী প্রযুক্তি ডিভাইসে পরিণত হয়েছে। আধুনিক স্মার্টওয়াচে রয়েছে নানা ধরনের স্বাস্থ্য ও ফিটনেস ফিচার। ব্যবহারকারী কতক্ষণ হাঁটলেন, কত সময় ঘুমালেন—সব তথ্যই সহজে জানা যায়। এমনকি পানি পান, ঘুমানোর সময় কিংবা হঠাৎ হার্ট রেট বেড়ে গেলে স্মার্টওয়াচ তাৎক্ষণিক নোটিফিকেশনও পাঠায়।

বর্তমানে অনেক স্মার্টওয়াচে নারীদের জন্য বিশেষ সুবিধাও যুক্ত হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো পিরিয়ড ট্র্যাকিং ফিচার, যা মাসিক চক্রের সময় আগেভাগেই নোটিফিকেশন দিয়ে প্রস্তুতির সুযোগ করে দেয়। নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Pro 6R-এ এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নয়েজফিট প্রো ৬আর-এ রয়েছে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার। এর মধ্যে হার্ট রেট মনিটরিং, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) পরিমাপ এবং স্ট্রেস ট্র্যাকিং উল্লেখযোগ্য। এছাড়া ব্যবহারকারীর ঘুমের ধরন বিশ্লেষণ করে এটি একটি স্লিপ স্কোর প্রদান করে। বিভিন্ন স্বাস্থ্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে স্মার্টওয়াচটি রেডিনেস স্কোরও দেখায়, যা শরীরের পুনরুদ্ধার ও শারীরিক কার্যকলাপের প্রস্তুতির মাত্রা বোঝাতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে মাসিক চক্র ট্র্যাকিং সুবিধা।
স্মার্টওয়াচটিতে ১.৪৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ১,০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা দিতে সক্ষম। এতে ৪২ মিলিমিটার আকারের একটি গোলাকার ডায়াল রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ও আইফোন—উভয় প্ল্যাটফর্মের সঙ্গেই কাজ করে। বিল্ট-ইন জিপিএস ও স্ট্রাভা ইন্টিগ্রেশন থাকায় এটি স্পোর্টস ও আউটডোর অ্যাক্টিভিটির জন্য বেশ উপযোগী।
নয়েজফিট প্রো ৬আর-এ রয়েছে Noise AI Pro সাপোর্ট, যা ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ, ডিভাইস কন্ট্রোল এবং এআই-চালিত ওয়াচ ফেস তৈরি করার সুবিধা দেয়।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, সাধারণ ব্যবহারে স্মার্টওয়াচটি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত চলতে পারে এবং স্ট্যান্ডবাই মোডে ৩০ দিন পর্যন্ত ব্যাটারি সাপোর্ট দেওয়ার দাবি করেছে কোম্পানি। এছাড়া প্রায় দুই ঘণ্টার মধ্যেই শূন্য থেকে শতভাগ চার্জ সম্পন্ন করা সম্ভব।
ডিভাইসটি ধুলা ও পানি প্রতিরোধে IP68 রেটিং পেয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ১০০ মিটার পর্যন্ত পানির নিচে ব্যবহারযোগ্য। ব্যবহার সহজ করতে এতে একটি ক্রাউন ও ডান পাশে একটি নেভিগেশন বোতাম যুক্ত করা হয়েছে।
নয়েজফিট প্রো ৬আর-এর চামড়ার স্ট্র্যাপ সংস্করণ পাওয়া যাচ্ছে বাদামি ও কালো রঙে। ধাতব স্ট্র্যাপ রয়েছে টাইটানিয়াম ও ক্রোম ব্ল্যাক রঙে, আর সিলিকন স্ট্র্যাপের ভ্যারিয়েন্ট মিলবে কালো ও স্টারলাইট সোনালি রঙে।
ভারতীয় বাজারে স্মার্টওয়াচটির দাম নির্ধারণ করা হয়েছে চামড়া ও সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের জন্য ৬,৯৯৯ রুপি থেকে শুরু করে। ধাতব স্ট্র্যাপ সংস্করণের দাম ৭,৯৯৯ রুপি। নয়েজের অফিসিয়াল ওয়েবসাইটসহ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে এটি পাওয়া যাচ্ছে।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


