মাহিন্দ্রা বাজারে এনেছে তাদের নতুন এক্সইউভি ৭এক্সও SUV, যা আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। গাড়িটির নতুন ১৯-ইঞ্চির অ্যালয় হুইল এটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুক দিয়েছে।

ইন্টেরিয়র ও প্রযুক্তি
গাড়ির কেবিনে রয়েছে তিনটি বড় ডিজিটাল স্ক্রিন, যা ড্রাইভিং ও ইনফোটেইনমেন্ট অভিজ্ঞতাকে স্মার্ট করেছে। ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, ডলবি অ্যাটমস সহ ১৬-স্পিকার হারম্যান কার্ডন সাউন্ড সিস্টেম এবং বড় প্যানোরামিক সানরুফ সমৃদ্ধ এই SUV-কে প্রিমিয়াম অভিজ্ঞতা দিয়েছে।
নিরাপত্তা বৈশিষ্ট্য
মাহিন্দ্রা এক্সইউভি ৭এক্সও তে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো ইমার্জেন্সি ব্রেকিংসহ ১৭টি এডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (ADAS) যুক্ত করা হয়েছে। মোট ৭৫টির বেশি সেফটি ফিচার থাকার কারণে এটি সেগমেন্টের অন্যতম নিরাপদ SUV হিসেবে পরিচিত।
মূল্য ও বাজার
ভারতে এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১৩ লাখ ৬৬ হাজার রুপি। ফিচার ও প্রিমিয়াম ইন্টেরিয়রের কারণে এক্সইউভি ৭এক্সও মাঝারি আকারের SUV সেগমেন্টে সরাসরি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


