আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি নেত্রী সানা খান হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক তোলপাড়। প্রায় ১০ দিন হয়ে গিয়েছে, সানা খান নিখোঁজ। এদিকে, ঘটনার জেরে তার স্বামী অমিত সাহুকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, পুলিশি জেরায় তিনি জানিয়েছেন যে, তিনিই সানা খানকে হত্যা করেছেন। এখানেই শেষ নয়। দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এদিকে, নদীতে দেহ ভাসিয়ে দেওয়ার কথা স্বামী অমিত সাহু পুলিশকে জানালেও, পুলিশ দেহ উদ্ধার করতে পারেনি। সানা খান হত্যাকাণ্ডে, শুক্রবারই অমিত সাহুকে গ্রেফতার করেছে পুলিশ।
এরপর অমিত সাহু সানাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে খবর। এদিকে, জানা গিয়েছে মধ্যপ্রদেশের জবলপুরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সাহু পুলিশকে জানিয়েছেন, তিনি ও তার সঙ্গে কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জবলপুরের ঘোড়াবাজারে এই হত্যাকাণ্ড হয়।
প্রসঙ্গত, বিজেপির সংখ্যালঘু সেলের নেত্রী ছিলেন সানা খান। তিনি সদ্য জবলপুরে গিয়েছিলেন। জবলপুরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সানা। শেষবার ১ আগস্ট সানাকে জবলপুরে দেখা গিয়েছে। সেখানে তিনি স্বামী অমিত সাহুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, একটি প্রাইভেট বাসে চড়ে সানা খান জবলপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। পরের দিন তিনি তার মাকে ফোনও করেন। সেই দিনটি ছিল ১ আগস্ট। এরপর থেকেই নিখোঁজ সানা। সানা খান হত্যাকাণ্ডে ২ অভিযুক্তকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্রে নিয়ে যাচ্ছে পুলিশ।
লঙ্কান প্রিমিয়ার লিগে বোলিং ভাল করলেও ব্যাট হাতে ব্যর্থ সাকিব
কেন এই খুন তা নিয়ে রয়েছে জল্পনা। অভিযুক্তদের কোর্টে পেশ করে হেফাজত চাওয়ার পথে এগোচ্ছে পুলিশ প্রশাসন। সব মিলিয়ে সানা খান হত্যা মামলায় বেশ তোলপাড় মহারাষ্ট্রে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।