স্পোর্টস ডেস্ক : প্যারিসের অলিম্পিক ভিলেজে মৃত্যু হল সামোয়ার বক্সিং কোচের। শনিবার (২৭ জুলাই) গেমসের প্রথম দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন। এই ঘটনায় শোকের ছায়া গেমস ভিলেজে।
গেমস ভিলেজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬০ বছরের বক্সিং কোচ। দ্রুত এলিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তারা।
অলিম্পিক আয়োজকদের সহযোগিতায় এলিকার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন সামোয়ার কর্তারা। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) জানিয়েছে, ‘খেলার প্রতি এলিকার আন্তরিকতা এবং আবেগ ছিল শেখার মতো। এই মৃত্যু বক্সিংয়ের জন্য বড় ক্ষতি। বক্সিংয়ে এলিকার অবদান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’
এলিকা ছিলেন সামোয়া দলের এক মাত্র বক্সিং কোচ। সে দেশের এক জন বক্সারই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। পুরুষদের হেভিওয়েট বক্সিংয়ে দেখা যাবে আতো প্লজিকি ফাওগালিকে। এলিকার মৃত্যুর ফলে প্রতিযোগিতার সময় কোচকে পাশে পাবেন না তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।