বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে আসতে চলেছে OnePlus 13! ইতিমধ্যে টেক জগতে এই ফোনের লঞ্চ সম্পর্কে কানাঘুষো শুরু হয়ে গেছে এবং এবার একটি নতুন লিকের মাধ্যমে OnePlus 13 এর ফটো প্রকাশ্যে এসে গেছে। এই ফটোয় ফোনের ব্যাক প্যানেল দেখা গেছে এবং এর ফলে এই আপকামিং OnePlus ফোনের লুক ও রেয়ার ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
OnePlus 13 এর ফটো
নতুন লিকে একটি OnePlus ফোনের ছবি শেয়ার করা হয়েছে এবং এটির নাম OnePlus 13 বলে উল্লেখ করা হয়েছে। এই মোবাইলটি হোয়াইট কালারে দেখা গেছে যার ব্যাক প্যানেল একেবারে প্লেইন এবং মাঝখানে ব্র্যান্ড লোগো দেওয়া হয়েছে। ছবি থেকে জানা গেছে এই OnePlus মোবাইল ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ক্যামেরা সেটআপ ব্যাক প্যানেলে ওপরের ডান দিকে ভার্টিক্যাল শেপে অবস্থিত।
OnePlus 13 ফোনের এই ইমেজে ক্যামেরা সেন্সরটি একটি স্পেশাল শেপের মধ্যে ফিট দেখানো হয়েছে। এতে 3টি ক্যামেরা লেন্স রয়েছে এবং মাঝের লেন্সের চারদিকে সবুজ রঙের একটি সার্কেল রয়েছে। ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে Hasselblad লেখা রয়েছে। ভার্টিক্যাল ক্যামেরা লেন্সের পাশে ভার্টিক্যাল শেপেই ফ্ল্যাশ লাইটও দেওয়া হবে। OnePlus 13 ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে।
OnePlus 13 এর লঞ্চ টাইমলাইন
OnePlus 13 ফোনের এই নতুন লিকে বলা হয়েছে এই মোবাইলটি অক্টোবর 2024 এর মধ্যে মার্কেটে পেশ করা হতে পারে। অর্থাৎ এই স্মার্টফোনটি লঞ্চ হতে এখনও বেশ কয়েক মাস দেরি আছে। অন্যদিকে টেক জগতে কানাঘুষো চলছে এবার কোম্পানি OnePlus 13 এর বদলে সরাসরি OnePlus 14 লঞ্চ করতে পারে। এর কারণ চীনে ’13’ সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়।
OnePlus 13 এর স্পেসিফিকেশন (লিক)
ক্যামেরা: OnePlus 13 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। এর সঙ্গে OnePlus 13 ফোনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফোটো সেন্সরও থাকতে পারে।
প্রসেসর: ফ্ল্যাগশিপ কিলার নামে জনপ্রিয় OnePlus ব্র্যান্ড তাদের আপকামিং স্মার্টফোনটিতে একটি শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করতে চলেছে। লিক থেকে জানা গেছে এই মোবাইল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 অক্টাকোর চিপসেট থাকতে পারে।
স্ক্রিন: OnePlus 13 স্মার্টফোন 2K রেজোলিউশন সহ OLED ডিসপ্লে দেওয়া হবে। এই ওএলইডি ডিসপ্লেতে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে বলে লিকে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।