বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআইকে কোনো একটি টার্গেট ধ্বংস করতে বলা হলে, এটি যে কোনো মূল্যে তা ধ্বংস করবে। এ কাজে এর অপারেটর বাধা দিলে, সেই অপারেটরকেও মেরে ফেলতে পারে এআই। পরীক্ষামূলক কার্যক্রম চালানোর সময় এ ঘটনাই ঘটতে দেখা গেছে। গত মাসে এ পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষা ও পরিচালনা প্রধানের দায়িত্বে আছেন কোল টাকার কিনকো হ্যামিলটন।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেন, পরীক্ষামূলক কার্যক্রম থেকে তারা জানতে পারেন, লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অপ্রত্যাশিত অনেক কৌশল ব্যবহার করে এআই।
পরীক্ষামূলক কার্যক্রমের সময় এমন একটি ড্রোন ব্যবহার করা হয়েছে যাতে এআই প্রযুক্তি বিদ্যমান। একজন অপারেটর এটি পরিচালনা করেন। একটি বিদেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার নির্দেশনা দেন তিনি। এরপর দেখা যায়, টার্গেট ধ্বংস করার পথে যে-ই বাধা হয়ে আসেন তাকেই মেরে ফেলছে এই প্রযুক্তি। এমনকি এর অপারেটরকেও।
সামরিক খাতে এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এখন আরও ভাবতে হচ্ছে প্রযুক্তি বিশারদদের। তবে এ পরীক্ষার সময় কেউ হতাহত হননি বলে জানান হ্যামিলটন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।