বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ডিভাইস Find N3 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি গ্লবাল মার্কেটে পেশ করা হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 এসওসি, 7.8 ইঞ্চি ইন্টারনাল স্ক্রিন এবং 6.31 ইঞ্চি কভার স্ক্রিন রয়েছে। জানিয়ে রাখি ভারতে আসন্ন ওয়ানপ্লাস ওপেন ফোনটি এই একই ডিজাইন এবং স্পেসিফিকেশন সহ পেশ করা হবে। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: হোম এন্টারটেইনমেন্ট কেনার সুবর্ণ সুযোগ
Oppo Find N3 ফোনটি 16GB RAM + 512GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটি SGD 2,399 অর্থাৎ প্রায় 1,45,400 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 20 অক্টোবর থেকে এই ফোনের প্রিঅর্ডার শুরু হবে। Oppo Find N3 ফোনটি চারটি কালার এবং দুটি ফিনিশ সহ পেশ করা হয়েছে।
এতে ব্ল্যাক এবং রেড ভেগান লেদার রেয়ার প্যানেল রয়েছে, অন্যদিকে গ্রীন এবং গোল্ড কালারে ম্যাট গ্লাস রয়েছে। এছাড়া শ্যাম্পেন গোল্ড কালার মডেলে কালার ম্যাচ ক্যামেরা আইল্যান্ড রয়েছে।
Oppo Find N3 এর স্পেসিফিকেশন : ইন্টারনাল ডিসপ্লে: Oppo Find N3 ফোনে ছোট এবং চওড়া বুক স্টাইল ফোল্ডেবল ডিজাইনে পেশ করা হয়েছে। এই ফোনের বাইরের দিকে ডায়নামিক 10-120 Hz রিফ্রেশরেটযুক্ত 6.31-ইঞ্চি 2484x1116px AMOLED প্যানেল রয়েছে। এর আসপেক্ট রেশিও 20:9 এবং পীক ব্রাইটনেস 2,800 নিটস।
ফ্রন্ট ডিসপ্লে: এই ফোনটি আনফোল্ড করলে 120 ডায়নামিক রিফ্রেশরেটযুক্ত 7.82-ইঞ্চি 2440x2268px ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসর: এই ফোনে বর্তমান টপ অফ দা লাইন ফ্ল্যাগশিপ চিপ স্ন্যাপড্রাগন 8 জেন 2 দেওয়া হয়েছে। নতুন Snapdragon 8 Gen 2 প্রসেসরে Wi-Fi 7, Bluetooth v5.3 এবং সিঙ্গেল কোরে 3.2GHz ক্লক স্পীড পাওয়া যায়।
RAM ও স্টোরেজ: এই ফোনে 16GB LPDDR5X RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ব্যাটারি: এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,805mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 42 মিনিটের মধ্যে 100% পর্যন্ত চার্জ হয়ে যায়।
ফ্রন্ট ক্যামেরা: Oppo Find N3 ফোনে হ্যাসেলব্লেড ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে দুটি সেলফি ক্যামেরা রয়েছে, ফোনের ভেতরের দিকে 20MP এবং কভার স্ক্রিনে 32MP ক্যামেরা রয়েছে। পেছনের দিকে সোনীর নতুন 48MP LYTIA-T808 “পিক্সেল স্ট্যাক্ড” সেন্সর রয়েছে।
রেয়ার ক্যামেরা: এই ফোনে অটো ফোকাস সহ 14mm f/2.2 আলট্রা ওয়াইড লেন্সের পেছনে একটি 48MP 1/2″ সেন্সরও রয়েছে। এর সঙ্গে 3x 70mm f/2.6 স্তিল পেরিস্কোপ লেন্স সহ 64MP 1/2″ সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা 6x বা 145 এমএম পর্যন্ত হাইব্রিড জুম সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।