সাইফুল ইসলাম : ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জের বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া চলাকালে ধর্মপ্রাণ মুসল্লিরা শহীদ ওসমান হাদির স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন, অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বিশেষ এই দোয়া ও মোনাজাতে শহীদ ওসমান হাদির আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে বক্তারা ভারতীয় আগ্রাসন ও ভারতীয় গোয়েন্দা তৎপরতা বন্ধের আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে সারাদেশে শোকের ছায়া নেমে আসে।
শহীদ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের একজন অকুতোভয় যোদ্ধা। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসার পর গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
শহীদ ওসমান হাদির মৃত্যুতে মানিকগঞ্জসহ সারাদেশে তার অনুসারী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



