জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়ে। মাছটি ২৫ হাজার ৫শ টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় জেলে জামাল হালদার জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় তিনি জাল ফেলেন। বেলা ১১টার দিকে জালে সজোরে টান লাগলে গুটিয়ে দেখেন পাঙাশ মাছটি ধরা পড়েছে।
মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের একটি আড়তে এনে উন্মুক্ত নিলামে তুললে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় কিনে নেন।
আগে সন্তানের সঙ্গে সময় কাটাই পরে কাজের প্ল্যানগুলো করি: পলাশ
চান্দু মোল্লা জানান, মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি তিনি ১ হাজার ৫শ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫শ টাকায় বিক্রি করে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।