ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে নয়াদিল্লি। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শুক্রবার (১১ জুলাই) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিদেশি সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন এবং পাকিস্তানি হামলায় ভারতীয় অবকাঠামোর ক্ষতির প্রমাণ দিতে তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন।
অজিত ডোভাল বলেন, বিদেশি মিডিয়া রিপোর্ট করেছে ‘পাকিস্তান এটা ওটা করেছে’। কিন্তু ছবিতে কেবল ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের ঘাঁটিতে যে ক্ষতি করেছে, তা দেখানো হয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘বিদেশি সংবাদমাধ্যম বলেছে, পাকিস্তান এটা করেছে, ওটা করেছে। আপনি আমাকে একটি ছবি বলুন, অন্তত একটি ছবি দেখান, যাতে কোনো ভারতীয় (কাঠামো) ক্ষতি হয়েছে, এমনকি একটি কাচের প্যানেল ভেঙে গেছে।’
এনডিটিভি দাবি করছে, ৯ ও ১০ মে মধ্যরাতে ভারতীয় বিমান বাহিনী অন্যান্য বাহিনীর সক্রিয় সহায়তায় পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালায় এবং চীন-সমর্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও বিকল করে দেওয়া হয়।
অজিত ডোভাল আরও বলেন, ‘আমাদের দেশীয় প্রযুক্তি বিকাশ করতে হবে। আমরা সত্যিই গর্বিত যে, সেখানে (অভিযানে) কতটা দেশীয় উপকরণ ছিল। আমরা গর্বিত যে সেখানে কিছু সেরা সিস্টেম ছিল, তা সে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হোক, আমাদের সমন্বিত বিমান নিয়ন্ত্রণ এবং কমান্ড সিস্টেম হোক, আমাদের রাডার হোক। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম – পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ৯টি সন্ত্রাসী লক্ষ্যবস্তু ছিল। পুরো অভিযানে ২৩ মিনিট সময় লেগেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।