ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পার্কিং করে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রী পরিবহনকারী বাসে দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে।

Advertisement
রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ধামরাই ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ০৯টার দিকে বাসটি পার্কিং করে রাখা হয়। পরে রাত ১০টার দিকে দুইটি মোটরসাইকেল নিয়ে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


