জুমবাংলা ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের নামাজগড় এলাকায় আব্দুল মান্নানের বাসভবন সংলগ্ন ‘শুকরা কমিউনিটি সেন্টারে’ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা।
এ সময় আব্দুল মান্নান আকন্দ বাসায় ছিলেন না। তার স্ত্রী মনোয়ারা বেগম জরিমানার টাকা পরিশোধ করেন।
স্থানীয়রা জানান, শুকরা কমিউনিটি সেন্টারের সামনে একটি ডিজিটাল সাইনবোর্ড রয়েছে। ওই সাইনবোর্ডে আব্দুল মান্নান আকন্দের নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল। শুক্রবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালান। পরে আচরণবিধি লঙ্ঘন করার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট নাসিম রেজা এ অভিযান পরিচালনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।