জুমবাংলা ডেস্ক : মাঝেমাঝেই নেটমাধ্যমে ভাইরাল হয় দৃষ্টিবিভ্রম বা ‘অপ্টিক্যাল ইলিউশনের’ ছবি। এই ধরনের ছবিগুলি সাধারণত কার্যত আমাদের মনোযোগের ক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলে দেয়, তাই ক্ষণিকের মজার জন্য এই ধরনের ধাঁধার সমাধান করতে ভালবাসেন অনেকেই। এ বারেও তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তির শিকার করার দৃশ্য। সাদা বরফ পরিবেষ্টিত অঞ্চলে, হাতে বন্দুক নিয়ে হাঁটুর উপর ভর দিয়ে বসে রয়েছেন তিনি। কিন্তু শুধু মানুষ নয়, ছবিটিতে রয়েছে একটি ভল্লুকও। কোথায় রয়েছেন সেই ভল্লুক— সেটাই প্রশ্ন। ছবিটি কার আঁকা তা নিয়ে বিতর্ক থাকলেও, অঙ্কনের পদ্ধতি দেখে ধারণা করা যায় যে বেশ পুরোনো ছবিটি।
মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রাখা আছে ভল্লুকের অবয়বটি। তাই পশুটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আর যাঁরা হাজার খুঁজেও পাচ্ছেন না ভালুক বাবাজির হদিস, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।
কাঁদাপানির ড্রেনে শিং মাছ ধরার দারুন দৃশ্য, তুমুল ভাইরাল ভিডিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।