সুয়েব রানা, সিলেট : সবুজে ঘেরা খাদিম পামওয়েল বাগান যেন শনিবার (১২ এপ্রিল) রূপ নিয়েছিল প্রাণের উৎসবে। প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বনভোজন-২০২৫’। সদস্য, পরিবার ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস আর মিলনমেলার এক অপরূপ উদাহরণে।
সকালে অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাগানের খোলা মাঠ। সুরেলা পাখির ডাকা, নির্মল হাওয়া আর প্রাকৃতিক পরিবেশ যেন হয়ে ওঠে আয়োজকদের অন্যতম সহযোদ্ধা। আজ সকাল ১০টা থেকে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।
দিনভর চলতে থাকে দৌড়, বল নিক্ষেপ, শিশুদের জন্য নানা খেলা, আর বড়দের জন্য হইচই-ভরা ক্রীড়া ইভেন্ট। সকালের ব্যস্ততা শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজ, যাতে ছিল স্থানীয় রান্নার স্বাদ ও বৈচিত্র্যপূর্ণ পদাবলি।
বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নামতেই শুরু হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পর্ব। গান, আবৃত্তি, নাটিকা ও নৃত্যে অংশ নেন ক্লাবের তরুণ সদস্যরা। অনুষ্ঠানজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হারুনুর রশিদ হারুন ও পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি আব্দুশ শাকুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সিটি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী। উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল হক ও সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি ফারুক আহমদ, মহানগর সভাপতি ইন্জিনিয়ার হাসান তালুকদার সোহেল, সিলেট জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শিপন, এছাড়া ক্লাবের কেন্দ্রীয়,সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
আয়োজনের সমাপ্তি ঘোষণায় ক্লাব সভাপতি বলেন, “আমাদের এই ক্লাব কেবল সংগঠন নয়, একটি পরিবার। এমন আয়োজন আমাদের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করে।” সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর জানান, “সবার সহযোগিতায় দিনটি ছিল সফল। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
সরকারের বিরুদ্ধে প্রচারণা, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ৩ নেতাকর্মী আটক
আনন্দ-উল্লাসে ভরা একটি দিন শেষে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল একই সুর—”এমন আয়োজন আরও হোক, আরওবার হোক।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।