লাইফস্টাইল ডেস্ক : ব্রণ নিয়ে বিরক্ত হন না এমন মানুষ পাওয়া কঠিন। আর পিম্পল দেখলেই অনেকের হাত চলে যায় মুখে। ব্রণে চাপ দিয়ে ভেতরের পুঁজ বের করে দেন এমন মানুষের সংখ্যাও কম নয়। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর তো বটেই, কিছু ক্ষেত্রে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে মুখের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ব্রণ ফাটানো হতে পারে প্রাণঘাতী। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ বিষয়ে কথা বলেছেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ডার্মাটোলজিস্ট ডা. শীনা কাপুর উঠে এসেছে বিষয়টি।
কোন অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ডার্মাটোলজিস্ট ডা. শীনা কাপুর জানান, মুখের ‘ডেঞ্জার ট্রায়াঙ্গেল’ অংশে ব্রণ ফাটানো সবচেয়ে বিপজ্জনক। এই ত্রিভুজাকৃতির অংশটি মুখের দুই কোণা থেকে নাক পর্যন্ত বিস্তৃত।
এই অংশে এমন রক্তনালি রয়েছে যা সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। ফলে এই জায়গায় সংক্রমণ ঘটলে তা ছড়িয়ে যেতে পারে মস্তিষ্কে, যার ফলে দেখা দিতে পারে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস (সিএসটি)। এটি বিরল কিন্তু প্রাণঘাতী সমস্যা।
ঘরে বসে ব্রণ ফাটানো যে ক্ষতি করে: ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস এমন একটি অবস্থা, যেখানে মস্তিষ্কের নিচে অবস্থিত একটি বড় শিরায় রক্ত জমাট বাঁধে। এটি মস্তিষ্ক ও মুখ থেকে রক্ত নিষ্কাশনের কাজ করে। যদি সেখানে রক্ত জমাট বাঁধে এবং সংক্রমণ ছড়ায়, তাহলে হতে পারে মারাত্মক সমস্যা—চোখের সমস্যা, পক্ষাঘাত, এমনকি মৃত্যুও।
অন্যদিকে, গভীর ধরনের ব্রণ যেমন, সিস্ট বা নডিউল চিকিৎসকের পরামর্শ ছাড়া হাত না দেয়াই ভালো। কারণ এতে ব্যাকটেরিয়া ত্বকের আরও গভীরে পৌঁছে গিয়ে ইনফেকশন ও দাগ বাড়াতে পারে।
করণীয়: সমাধানের বেশ কিছু পথ জানিয়েছেন ডার্মাটোলজিস্ট ডা. শীনা কাপুর। এগুলো হলো-
ব্রণ না ফাটানোই সবচেয়ে ভালো: ব্রণ যতই বিরক্তিকর হোক না কেন, ফাটানোর ইচ্ছা দমন করুন।
চিকিৎসকের পরামর্শ নিন: চামড়ার ধরন অনুযায়ী ওষুধ বা স্কিনকেয়ার রুটিনের জন্য ডার্মাটোলজিস্টের সাহায্য নিন।
নরমাল ও কার্যকর স্কিন কেয়ার অনুসরণ করুন: সালিসিলিক অ্যাসিড বা বেনজয়েল পারঅক্সাইডযুক্ত পণ্য ব্যবহার করুন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
প্রফেশনাল এক্সট্রাকশন: ব্ল্যাকহেড বা হোয়াইটহেড দূর করার জন্য পার্লারে না যাওয়াই ভালো। প্রয়োজনেক্লিনিকে গিয়ে প্রফেশনাল এক্সট্রাকশন করান।
ব্রণ ফাটানো তাৎক্ষণিক আরাম দিলেও এর দীর্ঘমেয়াদি ক্ষতি মারাত্মক হতে পারে। মুখের ‘ডেঞ্জার ট্রায়াঙ্গেল’ এলাকায় এটি হলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। তাই সময় থাকতে সচেতন হোন, আর স্কিনের যত্ন নিন পেশাদারদের পরামর্শ নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।