বিনোদন ডেস্ক : একঝাঁক নায়িকা নিয়ে ‘আপনজনের’ লোগো উন্মোচন করেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সেখানে ফরমাল লুকে নজর কাড়েন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি।
শনিবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ লোগো উন্মোচন করেন অভিনেতা। ‘রিমার্ক আপনজন’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে এ সময় অথেনটিক কসমেটিকসের রিটেইল আউটলেট রিমার্কের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন শাকিব।
শাকিবের পাশাপাশি এ অনুষ্ঠানে দ্যুতি ছড়ান চিত্রনায়িকা দীঘি, পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরির মতো তারকারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশে রিমার্ক নিয়ে এসেছে ‘আপনজন’।
শাকিবের অনুষ্ঠানে থেকে ফিরেই ফরমাল লুকে কিছু ছবি শেয়ার করেন পরীমণি। সেই ছবিগুলোর পোস্টে ট্যাগ করা হয় শাকিব খানের তিনটি প্রতিষ্ঠানের নাম।
ছবিতে দেখা যায়, চুল বেঁধে ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন পরীমণি। রেড ব্লো টপসের ওপর নেভি ব্লু কোট। কোটের ওপরে প্লাটিনাম চুমকি বসিয়ে লেখা শাকিবের প্রতিষ্ঠানের নাম ‘সানবিট’ ও ‘এমএক্সবি’। সঙ্গে ব্লু কালারের ওয়াইড লেগ ফরমাল প্যান্ট।
আবার রেড টপস থেকে ওপরের কোটটি আংশিক সরিয়ে নিজেকে কিছুটা খোলামেলায় ক্যামেরাবন্দি করেন পরী। সঙ্গে তার আবেদনময়ী চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলে দেয়।
ছবির ওই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘বস লেডি’! এতে তার ভক্ত-অনুরাগীরা একে একে ভালোবাসা ও মুগ্ধতা ছড়িয়ে দিতে থাকে।
যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও ভাতা না পাওয়ায় হতাশ মেরিনা
দীর্ঘদিন বিরতির পর পরী ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমায় কাজ শুরু করেন। সবশেষ ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ শেষ করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।