সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : আগামীকাল রোববার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ রফিক চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাবেশের নামে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় অরাজকতা সৃষ্টি করেছে। পুলিশ সদস্যকে হত্যা করেছে, বিচারপতির বাস ভবনে ভাঙচুর চালিয়েছে, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়া পথে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সমাবেশের নামে বিএনপি আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদের এই অরাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।