জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সেনবাগে ১০ জোড়া অসহায়, দুঃস্থ ও এতিম ছেলে-মেয়েকে নিজ খরচে বিবাহ দিয়েছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক আবদুল্লাহ হীল রাকিব।
শনিবার (৩১ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর ভূঁইয়া বাড়িতে এ গণবিয়ের ও মেজবানের আয়োজন করা হয়। যেখানে ১০ হাজার মানুষকে খাওয়ানো হয়।
এছাড়া বিয়েতে বর ও কনেকে স্বর্ণালংকার, কাপড় এবং নগদ ৫০ হাজার টাকা উপহার দেয়া হয়।
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হীল রাকিব জানান, সমাজের পিছিয়ে পড়া লোকজনের জন্য কিছু করার আগ্রহ নিয়ে কাজ করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তিনি নিজ খরচে সেনবাগ পৌরসভা ও ৯টি ইউনিয়নে থেকে ১০ জোড়া বিবাহযোগ্য অসহায়, দুঃস্থ ও এতিম যুবক-যুবতীকে বাছাই করে বিবাহের ব্যবস্থা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।