বিনোদন ডেস্ক : দ্রুত লয়ের, অ্যাকশন অ্যাডভেঞ্চার বিনোদনে ভরপুর ছবি হতে চলেছে এটি, বক্তব্য নির্মাতাদের। ছবির দৃশ্যায়নও একেবারে নতুন ধরনের হবে বলেই জানানো হয়েছে।
প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল অক্ষয় কুমারের ‘রাম সেতু’ ছবির টিজার । সম্প্রতি টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ‘খিলাড়ি’ কুমার।
সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী ছবি ‘রাম সেতু’র টিজার পোস্ট করেন অক্ষয় কুমার। ক্যাপশনে লেখেন, ‘রাম সেতুর প্রথম ঝলক… কেবল আপনাদের জন্য। অনেক ভালবাসার সঙ্গে তৈরি করেছি, আশা করছি আপনাদের ভাল লাগবে। বলবেন নিশ্চয়ই। ‘রাম সেতু’। ২৫ অক্টোবর। বিশ্বজুড়ে কেবলমাত্র প্রেক্ষাগৃহে।’
‘রাম সেতু’ ছবির গল্প এক নাস্তিক প্রত্নতত্ত্ববিদকে ঘিরে শুরু হয়, যে পরে একজন আস্তিকে পরিণত হয়। নাম আরিয়ান কুলশ্রেষ্ঠ। তাঁকে সময়ের বিপরীতে গিয়ে ধ্বংসের পূর্বে কিংবদন্তি রাম সেতুর সত্যিকারের অস্তিত্ব প্রমাণ করতে দেখা যাবে এই ছবিতে।
দ্রুত লয়ের, অ্যাকশন অ্যাডভেঞ্চার বিনোদনে ভরপুর ছবি হতে চলেছে এটি, বক্তব্য নির্মাতাদের। ছবির দৃশ্যায়নও একেবারে নতুন ধরনের হবে বলেই জানানো হয়েছে।
প্রসঙ্গত, ‘রাম সেতু’র সঙ্গে একই দিনে আরও একটি বলিউডের ছবি মুক্তি পাবে। অজয় দেবগন ও সিদ্ধার্থ মলহোত্রের ‘থ্যাঙ্ক গড’-এর সঙ্গে সংঘর্ষ হবে এই ছবির। প্রেক্ষাগৃহে মুক্তির পর অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘রাম সেতু’।
এছাড়া, অক্ষয় কুমারকে দেখা যাবে রাজ মেহতার ‘সেলফি’ ছবিতে। সঙ্গে ইমরান হাশমি, নুসরত ভারুচা ও ডায়না পেন্টিও রয়েছেন। তার সঙ্গে অক্ষয়ের হাতে রয়েছে, দক্ষিণী ছবি ‘সুরারই পোট্রু’র হিন্দি রিমেক, আনন্দ এল. রাইয়ের ‘গোর্খা’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।