সোয়াদ সাদমান : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে বাংলা অর্থ সহ কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়টির হল মসজিদের ইমাম এবং ইসলামের মেহনতি ব্যাক্তিবর্গের মাঝে বিতরণ করা হয়েছে।
এটি মূলত বিশ্ববিদ্যালয়টির ধর্মপ্রাণ শিক্ষার্থীদের পবিত্র মাহে রমজানে মহান ধর্মগ্রন্থ কুরআন শরীফ পাঠ করতে এবং সঠিক ভাবে এর ভাবার্থ বুঝার জন্যই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস বলে জানিয়েছে এই পদক্ষেপের সাথে জড়িত ছাত্রদলের নেতৃত্বরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল নেতা ফিয়াদ বলেন, অনেক শিক্ষার্থী মসজিদে কোরআন তেলাওয়াত করে থাকেন কিন্তু অর্থ জানে না তবে অর্থ উপলব্ধির চেষ্টা করে থাকেন। তাদের সুবিধার্থে এবং কোরআনের অর্থ উপলব্ধির কিছুটা হলেও সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের পক্ষ থেকে এটি ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, কোরআনের জ্ঞানের আলো সকলের কাছে পৌঁছে যাক হিংসা, বিদ্বেষ, বিভেদ ভুলে ইসলামের সুমহান ঐক্য প্রতিষ্ঠত হোক এটাই পবিত্র মাহে রমজানে আমাদের আশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।