জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলায় একরাতে ২০ জন কৃষকের অন্তত ৪০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মাঠে গাছগুলো কেটে ফেলা হয়। কে বা কারা গাছ কেটেছে তা কেউ বলতে পারছে না।
দুই থেকে পাঁচ বছর বয়সী গাছগুলো আম দিতে শুরু করেছিল। এর আগেও এই মাঠে এভাবে গাছ কেটে ফেলা হয়েছিল। কারা সেটি করেছিল তা আজও জানা যায়নি।
দুর্বৃত্তরা সাধন, আবু সামা, জামাল, অমৃত, রানা, অজিত, নিখিল, গোপেন, নিপেন, শৈলেন, হাফিজুল, চিত্তরঞ্জন, প্রদিপ, নিপেন, ভুপেন, নিত্য, রতন, চিত্তরঞ্জনসহ মোট ১৮ জন কৃষকের গাছ কেটেছে। এ ঘটনায় সাধন কুমার ও আবু সামা বাদী হয়ে সোমবার (১২ ডিসেম্বর) সকালে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে কারও নাম নেই।
ভুক্তভোগী কৃষক চিত্তরঞ্জন বলেন, গভীর রাতে কে বা কারা ২০ জন কৃষকের আম বাগানের গাছ কেটে দিয়েছে। কেন এত বড় ক্ষতি করা হয়েছে তা তারা জানেন না। এর আগেও গাছ কেটে ফেলা হলেও জড়িতরা শনাক্ত হয়নি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।
মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘মাঠে লাগানো গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে দিয়েছে। মাঠে গিয়ে এ দৃশ্য দেখেছি। আমরা চাই পুলিশ যেন জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে। তাদের শাস্তি হওয়া দরকার।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা গাছ কেটেছে তা খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।