সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত শহিদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে। মঙ্গলবার দুপুরে তাঁর নবম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম এলাকায় রবিউল করিমের প্রতিষ্ঠিত নজরুল বিদ্যাসিঁড়ি স্কুল প্রাঙ্গণ থেকে শোক র্যালি বের করা হয়। এটি কাটিগ্রাম কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়। পরে রবিউলের সমাধিতে পরিবারের সদস্য, এলাকাবাসী ও তাঁর প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় ব্লুমসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বেলা ১২টার দিকে বাসাই গ্রামে ব্লুমস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ব্লুমসের সভাপতি জি আর শওকত আলীর সভাপতিত্বে ও ব্লুমসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন মানিকগঞ্জে প্রেসক্লাবের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, রবিউল করিমের সহধর্মিনী উম্মে সালমা, রবিউলের ছোটভাই শামসুজ্জমান শামস, সাংবাদিক হুমায়ুন কবির, নিরাপদ সড়ক চাই (নিসচার) ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়া, স্থানীয় যুবক শরিফুল ইসলাম প্রমূখ।
সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ কর্মকর্তা রবিউল করিম দেশ ও মানুষের কল্যাণে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে শহীদ হন। গুলশানে তাঁর ও শহীদ অপর পুলিশ কর্মকর্তা মো. সালাউদ্দিনের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। রবিউল করিমের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভটি পুন:স্থাপন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষাার্থী হিসেবে সেখানে তাঁর ম্যুরাল নির্মাণের দাবি জানান তিনি।
রবিউল করিমের সহধর্মিনী উম্মে সালমা বলেন, তাঁর স্বামীর গড়া বিশেষায়িত শিশুদের স্কুল ব্লুমসের পাশে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার ইচ্ছে ছিলো। তবে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি। এজন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
রবিউলের ছোটভাই সাংবাদিক শামসুজ্জামান শামস বলেন, জিম্মি উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাই শহিদ হয়েছিলেন। তাঁর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় ছিলো না। তবুও ৫ আগস্টের পর রবিউল করিম ও গুলশান থানার তৎকালীণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিনের স্মৃতিস্তম্ভকে ভেঙে ফেলা হয়েছে, যা দুঃখজনক।
এ দিকে বিকেল চারটার দিকে মানিকগঞ্জের পুলিশ লাইনসে রবিউল করিম ফটকের পাশে নির্মিত রবিউল করিমের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রবিউলের পরিবারের সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।