স্পোর্টস ডেস্ক : এবার রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তার রেস্তোরাঁর নাম ‘ওয়ান৮কমিউন’। এক রেস্তোরাঁয় অনেক কিছুর সমাধান নিয়ে এসেছেন কোহলি। যেখানে দেখা যাবে সিনেমা। হাতে নেওয়া যাবে বল ব্যাটও। সাথে খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন তো থাকছেই।
ভারতের বাণিজ্য রাজধানী মুম্বাইয়ের জুহুতে চালু হতে যাওয়া এই রেস্তোরাঁর জায়গাটি ছিল কিংবদন্তি ভারতীয় গায়ক কিশোর কুমারের বাংলো।
‘গৌরী কুঞ্জ’ নামের বাংলোটিকে পাঁচ বছরের জন্য বরাদ্দ নিয়ে রেস্তোরাঁ বানালেন কোহলি। আগামী কালের পরের দিন মানে পরশু কোহলির রেস্তোরাঁটি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে।
মাটির স্তূপে ভর করে দাঁড়িয়ে চারদিকে উঁকি মারছে বিশাল কিং কোবরা
রেস্তোরাঁর উদ্বোধনের দিন থাকতে পারছেন না, কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তিনি থাকছেন অস্ট্রেলিয়ায়। তবে আগেই কোহলি জানিয়ে গেছেন, শৈশবে কিশোর কুমারে তিনি মুগ্ধ ছিলেন। কিশোরের গান তাকে স্পর্শ করতো খুব। তাই রেস্তোরাঁর জন্য কিশোরের বাংলাকেই বেছে নিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।