জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবার। বুধবার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের একান্ত সচিব মো. আমিন চৌধুরী।
মো. আমিন চৌধুরী বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ভোরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে হাসিনা পাড়া এলাকায় প্রয়াত বাবা সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফেরার পথে সবজি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় নিহত হন ছয় ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল ও রক্তিম সুশীল। এ সময় আহত হন ভাই প্লাবন সুশীল ও বোন হীরা সুশীল।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, সড়কে প্রাণ হারানো ছয় পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের ৩৫ লাখ টাকার চেক আনার জন্য ঢাকা এসেছি। চেক হাতে আসলেই ওই অনুদানের টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকেও কয়েক দফায় নগদ অর্থ ও খাদ্য-বস্ত্র প্রদান করা হয়। চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জমিসহ আটটি ঘর তৈরি করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।