বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও না বলে রেগে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে ক’দিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা।
এবার বিষয়টি নিয়ে কথা বললেন অগ্নিকন্যা’খ্যাত এই চিত্রনায়িক। তার কথায়, ‘সেখানে শুধু সাংবাদিকই নয়, অনেক ইউটিউবার ছিলেন। সবাই আমার ইন্টারভিউ নিতে ঘিরে ধরেছিল। কেউই স্থির থাকতে পারছিল না। চিৎকার-চেঁচামেচি, হইহুল্লোড় চলছিল। একবার পেছন থেকে কেউ মাইক্রোফোন এগিয়ে দিচ্ছে, আবার কেউ অন্য পাশ থেকে।
খুব বাজে একটা পরিস্থিত তৈরি হয়েছিল সেদিন। কেউ আবার গায়ের ওপর এসেও পড়ছিল। সেখানে দাঁড়ানোর মতোই পরিস্থিতি ছিল না, কথা বলা তো দূরের কথা। তাই বাধ্য হয়েই ঘটনাস্থল ত্যাগ করতে হয়েছে আমাকে।’
সঙ্গে মাহি এও বলেন, ‘এটা নিয়ে মানুষজন যেভাবে আলোচনা-সমালোচনা করছে, আসলে বিষয়টা কিন্তু তা না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।