বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। সোমবার সকালে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সুন্দরবন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা যায়, শুটিংয়ের একটি দৃশ্যে জাহাজ থেকে ইমনকে সাগরে লাফ দিতে হবে। সেই দৃশ্য করতে গিয়ে তিনি সাগরে লাফ দেন। অসাবধানতাবশত তার পায়ে ঢুকে যায় জাহাজের নোঙরের সুঁচালো লোহা। গুরুতর আহত হন ইমন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শুটিং ইউনিটের একজন বলেন, ‘অনেকগুলো ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং ছিল। আজ (সোমবার) সকালে ইমনের একটি দৃশ্য ছিল সাগরে লাফ দেওয়ার। সেই ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়েই তার পায়ে নোঙরের লোহা ঢুকে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।