স্পোর্টস ডেস্ক : বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিপাকে সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, চুক্তি বাতিল না করলে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যেতে পারে টাইগার অলরাউন্ডারের জন্য।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা। বাইশ গজের পারফরম্যান্স, রেকর্ডের ফুলঝুরি কিংবা বিতর্কিত কর্মকাণ্ড সবসময়ই আলোচনায় থাকেন তিনি। এছাড়া বিসিবি থেকে বরাবর কিছুটা ছাড় পেয়ে থাকেন সাকিব, এমন কথাও প্রচলিত আছে। জাতীয় দলের খেলা চলাকালে ছুটি নেয়া কিংবা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সব ব্যাপারেই ছাড় পেয়ে থাকেন টাইগার এ অলরাউন্ডার। এবার অবশ্য পরিস্থিতিটা জটিলই হয়ে যাচ্ছে তার জন্য।
বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হয়ে নিজের ফেসবুক পেজেই জানিয়েছিলেন সে কথা। বিষয়টা ভালোভাবে নেয়নি বিসিবি। এতটা কঠোর অবস্থানে যাবে বিসিবি হয়তো ভাবেননি সাকিব নিজেও। এরইমধ্যে তাকে চুক্তি বাতিলের কথা জানিয়ে চিঠি দেয়া হয়েছিল বোর্ড থেকে। তবে এখনো উত্তর দেননি সাকিব।
সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। বৈঠকের পর বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়ে বোর্ড সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় চিন্তার কোনো সুযোগ নেই। আমি প্রথম থেকেই বলে আসছি, এ ব্যাপারে জিরো টলারেন্সে আমরা। যে যেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করুক, আমরা মেনে নেব না। আশরাফুলের মতো ক্রিকেটারকেও একটা সময় বাদ দেয়া হয়েছে। এখানে আসলে কোনো সুযোগ নেই।’
পাপন বলেন, ‘তাকে (সাকিব) চিঠি দেয়া হয়েছে। গতকালই উত্তর দেয়ার কথা ছিল। তবে শুনেছি সে আজকের মধ্যে জানাবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব, সে থাকবে কি থাকবে না।’
সাকিব নিজের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে না এলে কঠোর সিদ্ধান্ত নেবে বিসিবি–এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোনো রকম সম্পৃক্ত থাকার সুযোগ নেই (বেটউইনার নিউজের সঙ্গে)। পুরোপুরি বের হয়ে আসতে হবে। এটা না করলে ক্যাপটেন্সি তো দূরের কথা, দলেই থাকবে না সে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। এই সিদ্ধান্ত আগে থেকেই নেয়া আছে।’ পাপন আরও বলেন, যে ক্রিকেটারের বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ততা থাকবে, দলের সঙ্গে তার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
এদিকে, বোর্ড সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিবের সঙ্গে এর মধ্যে কথা হয়েছে কি না। এ ব্যাপারে পাপন বলেন, ‘কাল (বুধবার) রাতে আমার সঙ্গে ওর কথা হয়েছিল। সে বলেছে, চিঠির উত্তর দিচ্ছে সে। যদিও এখনো চিঠি আসেনি। দুই দেশের সময়ের পার্থক্য আছে, হয়তো এ কারণে দেরি হচ্ছে।’
সাকিব ছাড় পাবেন কি না–এমন প্রশ্নের জবাবে বলেন, ‘তার সঙ্গে আমার চিঠির বিষয় ছাড়া কোনো কথা হয়নি। কনভিন্স করার প্রশ্নই আসে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।