স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য প্যারিসে গিয়েছিল লিভারপুল। কিন্তু গত মে মাসের শেষদিকে স্তাদে দে ফ্রান্সেতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে বসে ইউর্গেন ক্লপের দল। ৫৯তম মিনিটে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র।
গোলরক্ষক থিবু কোর্তোয়ার অবিশ্বাস্য নৈপুণ্যে সেই গোল আর শোধ দিতে পারেনি লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ১-০ গোল হারে তারা। মোহামেদ সালাহদের বিপক্ষে আরেকবার শেষ হাসি হাসেন লুকা মদরিচরা।
রেফারির শেষ বাঁশির পর আনন্দে মেতে উঠে কার্লো আনচেলত্তির দল। আর মদরিচ কী করেছিল জানেন? সালাহর কাঁচা গায়ে খোঁচা দিয়ে দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন মাদ্রিদের তরুণ তারকা রদ্রিগো।
ইউটিউবের এক অনুষ্ঠানে এসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘যখন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষ হলো, সালাহর সামনে যেতে যেতে বলেন, ‘পরেরবার আবার চেষ্টা করো।’
২০১৮ সালে কিয়েভের ফাইনালে রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হারে লিভারপুল। কিন্তু সেই ম্যাচে সার্জিও রামোসের আঘাতে প্রথমার্ধে কাঁধে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়তে হয় দুর্দান্ত ফর্মে থাকা সালাহকে। চার বছর পর ফের যখন অলরেডরা ফাইনালে রিয়ালকে পেল, তখন আগেই মিসরীয় ফরোয়ার্ড ঘোষণা দিয়েছিলেন প্রতিশোধ নেওয়ার।
কিন্তু ফাইনালে চমৎকার খেলেও সালাহর প্রতিশোধ নেওয়া হয়নি। আরেকবার মদরিচদের বিপক্ষে হেরে বসেন সালাহ। কোর্তোয়া গোলপোস্টের নিচে অমন মাস্টারক্লাস পারফরম্যান্স না দেখালে হয়তো ফলাফলটা অন্যরকমও হতে পারতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।