জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা সুন্দর আকৃতির কোরবারনির গরু কিনলেই সঙ্গে পাবেন একটি ১৫ কেজি ওজনের উন্নত জাতের গাড়ল। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন মধুমতি ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা।
তিনি বলেন, গত ৫ বছর থেকে ঈদকে সামনে রেখে বড় আঁকারের গরু পালন করে আসছি। এ বছর ফার্মে মোট দেড়’শ গরু রয়েছে। তবে আসন্ন কোরবারনির উপযোগী হয়েছে প্রায় ৬৪টি গরু। এর মধ্যে ষাড়, বকনা ও মহিষও রয়েছে। গরুগুলোর মধ্যে কোরবানির জন্য যিনি প্রথম গরু কিনবে তার জন্য একটি উন্নত জাতের একটি গাড়ল ফ্রি থাকবে।
তিনি আরও বলেন, ফার্মে বর্তমানে প্রায় ৪০টি গরু দুধ দিচ্ছে। আরও ৭০টা গরুগর্ভ অবস্থায় রয়েছে। আশা করছি তিন মাস পরে প্রায় ১ হাজার থেকে ১২’শ লিটার খাটি দুধ বাজারে আনতে পারব। খামারে এসে নিজে পছন্দ করে যে কেউ প্রাকৃতিক উপায়ে পালন করা গরু কিনতে পারবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ বলেন, উপজেলায় যে সমস্ত গরুর খামার রয়েছে, তার মধ্যে সব চেয়ে বড় খামার মধুমতি ডেইরি ফার্ম। তারা ঘাস ও লতা-পাতা খাইয়ে গরু পালন করে থাকে। উপজেলায় মোট ১৯টি গরু খামার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।