জুমবাংলা ডেস্ক : সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা সুন্দরবনের আগুনজালা নামক স্থান হতে মালামালসহ জেলেদের আটক করে।
এসময় জেলেদের ব্যবহৃত ৫০লাখ টাকা মূল্যের ১টি ফিশিং ট্রলার, মাছ ও জালসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা।
আটক সাত জেলে হলেন- পাইকগাছা থানার আনোয়ার হোসেনের ছেলে মজিদ সরদার, সুনিল বিশ্বাসের ছেলে সোনা বিশ্বাস ও সুশান্ত বিশ্বাস, বাগেরহাট সদর এলাকার সুলতান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, খুলনা সদরের করিম গাজীর ছেলে আক্কাস ও জামির হোসেন ও রহিম গাজীর ছেলে বাচ্চু গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে (সিওআর) ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।